চাঁদনী মুখ,



 




চাঁদনী মুখ, 

- রনো ইসলাম।


চাঁদের মত মুখ খানি,

তুমি আছো আমার এই অন্তর যামী।

তুমি কত সুন্দর? জানি বিধাতা আর আমি।

চোখ ‍দুটি তোমার মায়ায় ভরা,

দেখলে হয়ে যাই দিশেহারা।

কি দিয়ে কি করবো?ভেবে পাই না তার কুল।

আমি এবার বুঝতে পেরেছ,

 আমার হৃদয়ে ফুটেছে ভালবাসার ফুল।

মন্তব্যসমূহ