এই মাত্র পাওয়া খবর। আশুলিয়া কয়েকটা গার্মেন্টস সাধারন ছুটি ঘোষনা।
অক্টোবর থেকে গার্মেন্টসে মজুরি বৃদ্ধি জন্য যে আন্দোলন চলছে। তার নতুন মজুরি গত মঙ্গলবার ঘোষনা করার পর ও আজ বৃহস্পতিবার কয়েকটা ফ্যাক্টরি সকাল ১০ টায় সাধারন ছুটি ঘোষনা করছে।
আশুলিয়াতে আন্দোলনের শুরু থেকেই তাদের কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে আসছিল। মজুরি বোর্ডের সিদ্ধান্তে শ্রমিক দের মধ্যে কোন খোপ প্রকাশ না করনি। কিন্তু কিছু অসাধু লোকের নিজেদের সাধ্যসিদ্ধির জন্য সংঘবদ্ধ হয়ে ছোট মিছিল বের করে। যার ফলশ্রুতিতে পলমলের আরকে-২, হামজা, আয়শা ক্লোথিং লিমিটেড সহ আরো বেশ করেকটি রেপুটেড কোম্পানী সাধারন ছুটি দিয়ে শ্রমিকদের ছুটি দেন। বড় ধরনের সহিসুতার এড়াতে ওই ফ্যাক্টরির কার্যক্রম বন্ধ করে পরিস্থিতি নিজদের নিয়ন্ত্রণে রাখেন।
.jpeg)

fghfgh
উত্তরমুছুনEi blog a vlo vlo post kora hoy
উত্তরমুছুন