কম্প্লাইন্সে চাকুরী করা একজন অফিসার আর এইচ আর এ চাকুরী করা একজন অফিসারের মধ্যে পার্থক্যটা কি? (Difference Between Compliance Officers & HR Officers)

আমাকে এক বন্ধু প্রশ্ন করেছিল দোস্ত তোর মতে... কম্প্লাইন্সে চাকুরী করা একজন অফিসার আর এইচ আর এ চাকুরী করা একজন অফিসারের মধ্যে পার্থক্যটা কি? উত্তরঃ আমি আমার নিজের অভিজ্ঞতার থেকে কিছু কথা বলছি। আমি একটা কোম্পানিতে জয়েন করেছিলাম সংগত কারনে প্রতিষ্ঠানের নামটি উল্লেখ করা হল না। সেখানে এইচ আর, কম্প্লাইন্স, ওয়েলফেয়ার অফিসারদের নিয়ে প্রায় ৩৫-৪০ জনের একটা টিম। ১০-১১ জন কম্প্লাইন্স, আর ওয়েফারার অফিসার ছাড়া সবাই এইচ আর এডমিন অফিসার। বলতে গেলে অনেনেনেনেক বড় টিম। প্রত্যেকে ছিল অসম্ভব ভাল কো-অপারেটিভ এবং মিশুক। আমি সত্যি নিজেকে গর্বিত মনে করছিলাম আর তাদের সাথে খাপ খায়িয়ে নিজের কাজের প্রতি গুরুত্ব দিচ্ছিলাম। চেষ্টা করছিলাম আমার কাজটা যেন দিন শেষে ভাল ভাবে উপস্থাপন হয়। আমি আদ্যে জানি না আমি কতটুকু আউটপুট দিতে পেরেছিলাম। মূল কথায় আসিঃ ওই অফিসের নিয়ম ছিল নতুন নিয়োগকৃত শ্রমিকদের ফাইলক্রোস চেক করার জন্য কম্প্লাইন্স অফিসার দ্বারা অডিট করানো হত। সেই জন্য ফাইলগুলো পুরাতন এইচ আর থেকে নিয়ে নতুন বিল্ডিংয়ের এইচ আর এ নিয়ে যেতে হত। প্রায় সময় কম্প্লাইন্স অফিসাররা পুরাতন এইচ আর এ যে অফিসার দ্বায়িত্বে থাকত...